Gaussian Process 101
সহজ সরল গাউসিয়ান প্রসেস
গাউসিয়ান প্রসেস (GP) অন্য পাঁচ দশটা মেশিন লার্নিং মডেল এর মত একটা মডেল। প্রবাবিলিটি থিওরির কারনে এটাকে রহস্যময় মনে হতে পারে। এই পোস্টে GP এর বেসিক উদাহরণ সহ আলোচনা করবো। এটাকে ব্যবহার করে আমরা প্রেডিকশন করবো।
গাউসিয়ান প্রসেস (GP) খুব প্রয়োজনীয় একটা মডেল। এটার রয়েছে নানাবিধ ব্যবহার, যেমন ফোরকাস্টিং, অপ্টিমাইজেশান, অনিশ্চয়তা নির্ণয় । এখানে GP এর বেসিক নিয়ে আলোচনা করবো এবং সাথে থাকবে উদাহরণ।