বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পরিসংখ্যান
R সংখ্যাটি কোনও রোগের ছড়িয়ে যাওয়ার ক্ষমতাকে রেটিং দেওয়ার উপায়। একজন সংক্রামিত ব্যক্তি থেকে গড়ে এই ভাইরাসটি কতো লোকে সংক্রামিত হবে এই সংখ্যা সেটা বলে। সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় বলে এটাকে Rt ও বলা হয়। নতুন করোনাভাইরাস, কোভিড-১৯, এর R সংখ্যা প্রায় ৩। মিসেল্স বা হাম এর R প্রায় ১৫ যেটা সর্বাধিক। সূত্রঃ বিবিসি